জীবনটা যখন এক শীত বিকেলের রোদ্দুরের মত
তাপহীন, আসে শুধুই যাবার কথা বলার জন্য,
ছায়াগুলো যখন প্রলম্বিত, মিলিয়ে যাবার জন্য,
তখন বোধোদয় হলো, কত কথাতো বলা হলোনা!

কি করি, কি করি, কারে বলা যায় এসব কথা!
কার আছে সে সময়, এ জীবনের কথা শোনার,
পাশে এসে দু’দন্ড বসার? অথচ দেখা না দেখা
অস্পষ্ট, অলীক স্বপ্নেরা সব ভীড় করে চারিপাশে!  


লাজুক শব্দেরা নীরবে পাশে এসে দাঁড়ায়, গোপনে
অভয় দিয়ে বলে, কবি তুমি মনের কথা লিখে যাও।
স্বচ্ছসলিলার মত প্রবাহমান তোমার অব্যক্ত কথামালা
বয়ে যাক তোমার কলম দিয়ে অনন্ত সাগরের দিকে।


গোধূলীর সেই স্বপ্ন ছায়ায় আমি জীবনের কথা বলি।
সৃষ্টির কথা বলি, উষ্ণ শীতল অনুভূতির কথা বলি।
এ ছায়ায় যত কায়া ভাসে, সত্য অলীক নির্বিশেষে,
আমি তাদের মায়ার কাছে, ভালোবাসার কাছে ঋণী।


ঢাকা    
২৮ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।