তোমার মুখে ঝর্ণার মত হাসি,
বড় ভালোবাসি, বড় ভালোবাসি!
সময়ে অসময়ে শাসনের পাঁয়তারা,
ভালোবাসাটাকে করে ফেলে দিশেহারা!


গোটা বিশ্বে যেখানে সবকিছু এলোমেলো,
আমি আর পারি কতটা গোছাতে বলো?
জমলোই নাহয় একটু জঞ্জাল আর ধুলো,
সময় হলেই সাফ করে দেবো, ওসবগুলো।


ততদিন নাহয় সইলে একটু আপোষে,
যাকিছু আছে টেবিলটাতে, বিছানাপাশে।
দেখবে কোনদিন আমিও খুশীর ছলে,
নেমেছি ধু'তে ঘর দোর মেঝে, ডেটল জলে।


ঢাকা  
০৫ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।