হে আমার অদৃশ্য মানবী,
যদি আমি তোমার গায়ে কোনদিন হাত বুলোতে পারতাম,
জা্নি, আমি পাখির পালকের পেলবতা অনুভব করতাম।
যদি আমি কোনদিন তোমার বুকে কান রাখতে পারতাম,
জানি, সেখানে বহমান নদীর কুলুধ্বনি শুনতে পেতাম।


যদি আমি তোমার চোখের তারায় চোখ রাখতে পারতাম,
জানি সেখানে একটি পুষ্প ছড়ানো শয্যা দেখতে পেতাম।
যদি কখনো তোমার হাসিমুখে কন্ঠধ্বনিটাও বেজে উঠতো,
জানি, তুমি ঐ স্বপ্নমাখা মুখে যাই বলে থাকোনা কেন,
আমি শুধু কোকিলের একটানা কুহুধ্বনিই শুনে যেতাম।


ঢাকা
০৪ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।