কালি কলম সবই ছিল,
সাদা কাগজ, সেটাও ছিল,
চিঠিও লেখার ইচ্ছে ছিল, কেবল...
লিখবো যাকে, সে ছিল না!


উথাল পাতাল ইচ্ছে ছিল,
কাব্য করার সাধ্য ছিল,
চোখেও গভীর স্বপ্ন ছিল, শুধু...
স্বপ্নদেবীর খোঁজ ছিল না!


দু'চার চরণ পদ্য লিখে,
কেটে দিতাম পর নিমেষে,
কি হতো আর ওসব রেখে, যখন...
পদ্য পড়ার কেউ ছিল না!


তার পরেও তো আশা ছিল,
আশার নামে দুরাশা ছিল,
কি হলো আর আশা পুষে, যখন...
কোন আশাই ফল পেল না!


ঢাকা
২৪ ডিসেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।