কি আজব কথা!
যখন সবাই ভেবেছিলো আমি কেঁদে ভাসাবো বুক,
দু'চোখে দু'ফোঁটা অশ্রুর অভাব হয়েছিলো খুব।
যার অন্তর্ধানে আমার কাঁদার কথা ছিলো এন্তার,
বুঝতেই পারিনি সে যে অন্তর্হিত, পাবোনা তাকে আর।
এখনো খুঁজি, সকাল বিকাল তাই ছায়া দেখি তার।
জীবনের প্রতিটি সাফল্যে দেখি তার উন্মুখ মুখ,
মুখের হাসির নীচে লুকানো তার কান্নাভেজা বুক।


কি ভীষণ ভ্রান্তি!
যখন সবাই ভাবে, আমি এক হৃদয়হীন পাষাণ,
যখন সবাই শোকের মাতমে কাতর, আমার পরান
তখনো কাঁদেনা, কি ভেবে যেন শুধু হয়ে থাকে তন্ময়।
অথচ, তারা তো জানেনা, কতটা ভঙ্গুর এ নিভৃত হৃদয়।
কতটা বান ডাকে এ চোখে, শুধু একটু অনুভবের কথায়!
হেঁটে হেঁটে কাঁদে এ চোখ, কি জানি কি ভেবে, কি অনুভবে,
গানে, স্বপ্নে, প্রার্থনায়, যাচিত মার্জনায়, মিছেমিছি শুধু কাঁদে!


ঢাকা
০৯ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।