তোমার চোখের পাতায়
দেখি এ কোন দীঘির জল?
কভু ছলছল, কভু টলমল।
মুক্তোর মত কভু ঝুলে থাকে,
কভু ঠাঁই খোঁজে অঞ্চল পাতে।


গান শুনে জল ঝরে,
কারো কথা মনে পড়ে।
নীরব নিঃশব্দ স্মৃতি
ব্যথার প্রবাহ আনে।
মনের গোপন কোণে।


সে ব্যথাই জল হয়ে ঝরে।
সে ব্যথাই মরমিয়া সুরে,
ডাহুকের গান হয়ে যায়।
মরীচিকা হয়ে চোখের পাতায়,
তৃষিত কোন বুকে হারিয়ে যায়।


ঢাকা
০৫ ডিসেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।