তখন


এ্যাপল্ আর ব্ল্যাকবেরী কেবলই ফল ছিল,
মানুষ দিনে একটি করে এ্যাপল্ খেতো,
হেকিম বৈদ্য তফাৎ থাকতো।


এখন  


এ্যাপল আর ব্ল্যাকবেরী মানুষকেই খেয়ে ফেলছে,
দিনের পর দিন, চব্বিশ ঘন্টা অবয়বহীন আত্মার সাথে,
যখন তারা কেবলই চ্যাট আর টুইট করে চলেছে।



মূল:  Valsa George


অনুবাদঃ  খায়রুল আহসান


কবি পরিচিতিঃ ভারতীয় নাগরিক Valsa George (৬০) ইংরেজী সাহিত্যের একজন প্রফেসর। তিনি একজন প্রতিভাধর আধুনিক কবি যিনি ইংরেজী ভাষায় বিভিন্ন ফোরামে কবিতা লিখে থাকেন। বহু বছর ধরে ইংরেজী সাহিত্যে অধ্যাপনার অভিজ্ঞতা তার ভাষাকে সমৃদ্ধ করেছে। তিনি শুধু একজন কবিই নন, কবিতার একজন সুচারু বিশ্লেষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি একজন সকল কালের, সকল ঋতুর কবি। তার কবিতার আধুনিক গঠনশৈলী এবং ভাষার সহজবোধ্যতা বিমুগ্ধ পাঠকের অকুন্ঠ প্রশংসা অর্জন করেছে।


মুল কবিতাটি নীচে উদ্ধৃত হলোঃ


Twin Triplets



ANTIQUITY
Then apple and blackberry were just fruits
And people ate an apple everyday
To keep the apothecary away


MODERNITY
Now Apple and Black berry eat the people
While chatting and twittering with faceless souls
Day in and day out, all round the clock


Valsa George


ঢাকা
১৪ জ়ানুয়ারী ২০১৪
কপিরাইট সংরক্ষিত।