মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে,
যখন সবকিছু এলোমেলো মনে হয়,
সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, জীবন শুধু হোঁচট খায়।
স্মৃতি লুকোচুরি খেলে, কথার খেই হারিয়ে যায়।
ঠোঁটের আগা থেকে কথাগুলো টুপ করে ঝরে যায়,
আর খুঁজে পাওয়া যায়না, সব এলোমেলো হয়ে যায়।


চিরচেনা মানুষগুলোকেও একদম অচেনা মনে হয়,
জাপটে ধরা উদ্বাহু বন্ধুগুলোর বুক হিমশীতল মনে হয়,
কোলাকুলির সময়েও নীরেট, স্পন্দনহীন বলে ভ্রম হয়।
অচেনা মানুষগুলো কেন জানি বেশী বেশী সালাম দেয়।
চমকে গিয়ে ভাবতে হয়, সালাম কি আমাকেই দিলো,
নাকি অন্য কাউকে? কেমন যেন এলোমেলো মনে হয়।


এমন কিছু সময় আসে, যখন সবকিছু তালগোল পাকায়,
কানে লেপ্টে থাকা চশমাটার কথা বেমালুম ভুলে গিয়ে,
হেথায় হোথায় অনন্তর খুঁজে খুঁজে হয়রান হতে হয়।
বাজারের ফর্দ অতি সাবধানে বুকপকেটে রাখলেও,
সময়মত পকেট হাতড়িয়েও সেটা খুঁজে পাওয়া যায়না।
কেন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়, বোঝা যায়না।


হঠাৎ করে ছকে বাঁধা জীবনের ছকগুলো অবিন্যস্ত হয়ে যায়,
বিদ্যুৎ বিভ্রাটে চালু করা জেনারেটর অকস্মাৎ স্তব্ধ হয়ে যায়,
পানির প্রবাহে বিঘ্ন ঘটে, ড্রাইভার অবলীলায় পুলিশের কেস্ খায়।
কিশোর বয়সী ছেলেমেয়েদের মেজাজ মর্জি হঠাৎই বিগড়ে যায়,
সহজ সরল প্রশ্নের উত্তর প্রশ্নের ভাষাতেই ফিরে আসে, নির্দ্বিধায়।
চাণক্য কূ্টনীতির ঘোরপ্যাঁচে নিজেকে অবোধ শিশু বলে ভ্রম হয়।


এলোমেলো এইসব উদ্ভট সময় পার করার নামই জীবন।
বিভ্রাটের জটগুলো সুনিপুন হাতে খোলার নামই জীবন।
হারানো বিশ্বাস পুনরুদ্ধারে ব্রত হওয়ার নামই জীবন।
দন্ডের মাশুল গুনে ভুলগুলো শোধরানোর নামই জীবন।


আদিতমারী, লালমনিরহাট।
০২ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।