তুমি ঠিক ঐ
নতুন পাখা পাওয়া প্রজাপতিটার মতো।
হঠাৎ উড়ে এসে,
একটুও না বসে,
শুধু দেখা দিয়ে চলে যাও উড়ে উড়ে,
চঞ্চল হাওয়ায় ভেসে কোন সুদূরে!


তুমি ঠিক ঐ
রামধনু আঁকা দিগন্তরেখার মতো।
যতই কাছে যেতে চাই,
পথ ঘাট হেঁটে হেঁটে,
ততই যাও সরে সরে,
দূর থেকে আরো দূরে।


তুমি ঠিক ঐ
বেনো জলে ভেসে আসা
কচুরীপানায় বসে থাকা
নীলরঙা পাখিটার মতো।
চোখে ধরা দিয়ে, ধীরে ধীরে চলে যাও
বহতা স্রোতে ভেসে, কোন অচিন দেশে!


ঢাকা
০৪ এপ্রিল ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।