আমায় তোমরা ফেলে রেখে যাচ্ছো কোথায় সবে?
ভাবছো, আমার সবকিছু শেষ, আর কিছু নেই ভবে?
শেষ হলো সব লেনা দেনা, আর হবে না দেখা,
গেলাম চলে চিরতরে, শেষ হলো সব কথা?  


তোমরা জানলে না তো কেউ,
মনসায়রে ছিল আমার কত কথার ঢেউ!
যেসব কথার ঊর্মিমালা পায়নি খুঁজে তীর,
স্থির জবানে আটকে রবে সেসব কথার ভিড়।
ক্ববর মাঝে চাপা থাকে কত ইতিহাস,
না বলা সব কথার সাথে কত দীর্ঘশ্বাস!
    


ঢাকা
২৫ ডিসেম্বর ২০২৩