আজকাল বেশি কেউ কবিতা পড়তে চায় না;  
এটা কবিতা লিখিয়েরাও বেশ জানে।
উৎসুক তাদের মনটা জবাব খুঁজে পায় না,
কবিতা-পাঠক আজ নেই কেন কোনখানে।  
  
তবু তারা মনে মনে এই আশা করে,  
কেউ তার কবিতাখানি একটু পড়ুক!
তরঙ্গে তরঙ্গে তারা ভাসায় কথার সায়রে,  
কবিতার ছোট কিস্তি, তা ভাসুক বা ডুবুক!    


গদ্যে লেখা যায় কত শত কথার কথকতা,    
কবিতায় সেটাই বলতে হয় অল্প কথায়।
সে কথাগুলো কবি'র অন্তঃকরণের বারতা  
পাঠকের মন ছুঁলে সেগুলোই কবিতা হয়ে যায়।      



ঢাকা
০১ অক্টোবর ২০২৩