হরষে বিষাদে ভরা ক্ষণিক এ জীবন
আনন্দ-বেদনায় উদ্বেলিত, যখন তখন।  
সায়াহ্নের নীড়ে ফেরা পাখি করে না বিচার  
দিনব্যাপী তার সাথে মিল ছিল বেশি কার;    
নিদাঘ দুপুরের উদাসী বিরহী ঘুঘুর,  
নাকি নিত্যপ্রহর ’বাক-বাকুম’ করা পায়রার।  
দিনযাপনের সরলাংক মেলানো সহজ নয়,
ব্যাপক কাটাকুটির পর তা শুন্যতেই শেষ হয়।


ঢাকা
২০ ডিসেম্বর ২০২৩