নিজের সাথেই যুদ্ধ করে চলি
ক্রোধের অনলে পুড়ি,
অভিমান যত, সব ভুলে গিয়ে    
ফের নিজেই সন্ধি করি!  


অবলীলায় সব ধনুর্ভাঙ্গা পণ  
ভেঙ্গে হয় একাকার,
এত অনাদর, এত অবহেলা,
তবু ফিরে আসি বারবার।


স্বপ্নগুলো আজ সুদূর পরাহত,
ইচ্ছেগুলো হয় তিরস্কৃত।
মিথ্যে অভিযোগে হই বারবার,  
বেশুমার ভর্ৎসিত।


নেই প্রয়োজন জবাব খোঁজার,
সময় হয়ে গেলে সূর্য ডোবার,
প্রতীক্ষারত নিকষ আঁধার,
ক্ষণটুকু গোণে ঘিরে ধরবার।  


যা কিছু দেখি, তাই চোখে রয়  
সুন্দর থেকে সুন্দরতর হয়।
পিছু পিছু ডাকে মায়ার সংসার  
ফিরে আসি তাই আমি বারবার।



ঢাকা
২৯ মে ২০১৪