বাইরে বৃষ্টি নেমে এলো, অকস্মাৎ।  
পথ ভিজছে, গাছপালা ভিজছে।
পাখিদের নীড়ে ওরা নড়ে চড়ে উঠছে।
সাথীকে কাছে টেনে নিয়ে আবার ঘুমুচ্ছে।  


বাইরে বৃষ্টি নেমে এলো, বড় অসময়ে।
মাঘের সন্ধ্যা নামার ঠিক পরপরই।    
পথিকেরা আচমকা ‘ধরা খেলো’,
দৌড়ে পালাতে গিয়েও অনেকে ভিজে গেল।


অলিন্দে দাঁড়িয়ে কারো চা পানের তৃষ্ণা জাগলো,
কেউ জানালার পর্দা সরিয়ে শুধু বৃষ্টি পড়া দেখলো।
যেমন অকস্মাৎ এসেছিল, বৃষ্টি তেমনই চলে গেল,
শীতের সাঁঝের বৃষ্টি, কেন যেন উষ্ণতা রেখে গেল!  


ঢাকা
২০ মাঘ ১৪২৮
০৩ ফেব্রুয়ারী ২০২২