মনে হচ্ছে কেমন যেন একটা প্রাক-সংঘাত পরিস্থিতি বিরাজ করছে।
নিশ্চুপ নিরঙ্কুশ গোষ্ঠী (Silent Majority) আজ নিস্পৃহ,
কোন স্পার্কেই ইগনিশন হচ্ছেনা।
তাদের কেউ বেড়ার উপরে বসে তামাশা দেখছে,
আবার কেউ বা পাঁচিলের উপর দাঁড়িয়ে ইতি উতি তাকাচ্ছে,
হয়তো কোন প্রসারিত হাতের প্রত্যাশায়।


বেড়া বা পাঁচিল, কোনটার উপরেই বেশীক্ষণ
বসে বা দাঁড়িয়ে থাকা যায়না।
কিন্তু তারা আছে বহু বছর ধরে।
কয়েকজন দক্ষ ঘুড়িওয়ালা আকাশে উড়িয়েছে বর্ণিল সব ঘুড়ি।
তাদের আশা, সবাই উপরের দিকে তাকিয়ে ঘুড়ির খেলা দেখুক,
আর তস্করের দল বমাল পোটলা বাঁধুক।


তাদের আশা, যদি একটা ঘুড়ি ভোকাট্টা হয়েই যায়,
সবাই দৌড়াবে ঘুড়ির দিকে,
আর তারা নাটাই ফেলে ধরবে পশ্চিমের পথ।
যে পথ বিছানো হয়েছে বহু দাম দিয়ে!


ঢাকা
২৬ জানুয়ারী ২০২৩