— জসিম উদ্দিন জয় —


তুমি যদি আমার হতে
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাগুলো ছিনিয়ে আনতাম,
পৃথিবীর সবদেয়ালে তোমার ছবি আকঁতাম,
মায়াবী  ফুটফুটে জোৎস্নায় সাতার কাটতাম,
তুমি যদি আমার হতে
শ্রাবনের মেঘগুলি জড় হতো, সুর্য্য হতো ম্লান,
গোলাপের পাপড়িজলে ভিজিয়ে, তোমার হতো স্নান ,
তোমায় আনন্দ দেবে বলে পাখিরা গাইতো গান।
তুমি যদি আমার হতে
সন্ধ্যের আকাশে হিমশীতল বাতাসে সাদাকালো মেঘ ফুড়ে,
শান্তদীঘির জলে নীল পদ্মের ঘ্রানে যেথায় ঘাসফড়িং উড়ে,
ভাসাইতাম তরি সাজাইতাম তোমায় ফুলে সর্বাঙ্গ  জুড়ে।
তুমি যদি আমার হতে
আকাশের তারাগুলো ঘুম পারিয়ে দিতো শুভ্রতায় হতো সকাল,
পাহাড়ি ঝরনা আর বাহারি প্রকৃতির  রূপে  হতো বিকাল,
সবুজ পাতায় সংসার হতো, কাটতো প্রজাপতির দিনকাল।