ছায়া পড়ে জলের বুকে,
তুমি নতমুখী তাতে দেখো মুখ,
জলের আয়নায় কার ছবি ভাসে?


সুদুরে গাঙচিল তারও ছায়া পড়ে
অথচ সে জানেনা
কত ছায়া ডুবে যায় অন্ধকারে


মায়া সরে যায়
তবুও ছায়া পিছু ছাড়ে না


ছায়ার মতো মায়া বাড়ে কমে,
কেন ওরা স্থির থাকতে পারে না?