ও সখীরা গেলি কোথা
মাছ ধরি আজ চল
নদীতে আজ বান এসেছে
কানায় কানায় জল।


নদীর দুপাড় সবুজে ঘেরা
মাঝে নদী বয়
আপন মনে গাঁয়ের বধূ
নাইছে যে সেথায়।


কুলুকুলু শব্দে নদী বয়
আসে জোয়ার ভাটা
চলনা সখী বাড়ির পথে
দিই এবার হাঁটা।


নদীর পাড়ে সবুজে ঘেরা
খেজুর তালের সারি
গাঁয়ের মানুষ বসত করে
ওই দেখা যায় বাড়ি।


ধানের শীষে মাঠ ভরেছে
কাঁটা খেজুর পাতায়
বর্ষায় নদী দুকুল ছাপিয়ে
বানের জলে ভাসায়।


পাট জাগিয়ে ছাড়ায় পাট
খালেবিলে পাড়ায় পাড়ায়
বাঁশের আড়ায় শুকায় পাট
পাটকাঠি রোদে দাড়ায়।


পঁচা গন্ধে টেকা দায়
নাকে আঁচল ধরে
পাটের বোঝা মাথায় নিয়ে
চলেছে বধূ ঘরে।


গৌতম কুমার রায়
বালী, হাওড়া, কোলকাতা, ভারত।