খোকন সোনা ছড়ার বইয়ের
দেখবে মজার ছবি,
ঘরের ভেতর ভ‍্যাপসা গরম
চরম ক্ষ‍্যাপা রবি।


গাছতলাতে ডাকছে দাদু
চশমা চোখে দিয়ে,
আয় রে নাতি আমার কাছে
শীতল পাটি নিয়ে।


ওই অদূরে রোদে পোড়ে
কৃষকরা ধান কাটে,
কৃষাণ বধু কাজের ফাঁকে
যাচ্ছে নদীর ঘাটে।


দাদা-নাতি উদাম গায়ে
শীতল হাওয়া গেলে,
গাছতলাতে গল্পে মশগুল
নাওয়া খাওয়া ফেলে।


বাড়ির পোষা টিয়া পাখি
উড়ছে খোকার ধারে,
তাই না দেখে বিড়াল ছানা
আনন্দে লেজ নাড়ে।