আমি কেউ না
তোমরা কেউ না
সব মিথ্যা, সব জঞ্জাল
শুধু এই চলতি সময়টাই সত্য।
এদের কপট হাসি
ওদের নোনা বিহীন অশ্রু
মুখের ভিতরে লুকিয়ে থাকা
তিক্ষ্ণ ধারালো দাঁতের সারির ফাঁক দিয়ে
নায়াগ্রা ফলসের মতো-
আমার বুকের উপরে সবেগে আছড়ে পড়ে।
আমিতো রোজই মরি!
কখনো তোমাদের তির্যক দৃষ্টিতে
অথবা, রাজ্যের অনাসৃষ্টিতে;
গভীর রাতে উত্তরে হাওয়ায়
দাদুঘড়ির কাঁটাগুলো কেবলই দুমরেমুচরে যায়।