তোমাদের এই যান্ত্রিক নীল-সাদা পাতায়,
আসক্তি ছিলোনা কোনদিনই।
বরং জীবনের স্বাদ খুঁজে পেতে, সময় পেলেই-
আজও বারবার ফিরে যাই, চেনাজানা মানুষের ভীরে, উচ্ছল প্রাণবন্ত আড্ডায়।
যেখানে খ্যাতি কুড়ানোর চাপ নেই, প্রীতি হারানোর ভয় নেই।
লাইক কিংবা কমেন্টস পাওয়ার উদ্বেগ নেই।
সেখানে রোজকার দেখা মানুষগুলো, ঠিক মানুষের মতোই।
উন্মুক্ত দু'হাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে-
পিঠ চাপড়ে দেয়। হার্দিক কুশল বিনিময়।
এই আত্মিক বিনিময় বড় জীবন্ত, কাঙ্ক্ষিত।
এই নীল-সাদা পাতা মানুষের জন্য, কিন্ত মানুষ-
কিছুতেই ডিভাইসের জন্যে নয়; এটা আজকাল বোধহয় ভুলে গেছি।
বাড়িতে, গাড়িতে, রাস্তায় কিংবা পার্কে-
সর্বক্ষণ মাথা গুঁজে থাকা শরীরগুলো, ভীষণরকম যান্ত্রিক; অচেনা।
বাস্তব জীবনে নির্জীব, নিরুত্তাপ, ঘোলাটে এবং নিষ্প্রাণ!
কী শোকে, কী সুখে- নীল-সাদার ভুবনে মানুষগুলো যতোটা সরব,
বাস্তব জীবনে তাদের ভিতর-বাহির ততোধিক নিষ্প্রাণ।
ডিভাইস হাতে একেকটি মানুষ, যেন একেকটি বিমূর্ত মূর্তি!
আজকে দিনের শেষে দাঁড়িয়ে, "গুণ জ্যাঠার"-
কবিতার কয়টি লাইন খুব বেশি কানে বাজে...


"আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম"


|| মানুষের ভীরে, মানুষের খোঁজে ||
©সুব্রত ব্রহ্ম
নভেম্বর ২১, ২০১৯ ইং
ময়মনসিংহ।