সারাটা রাত যেমন অন্তঃসার শূন্য,
সমস্তটা দিনও ঠিক তেমনি নির্বিকার।
জীবন মানে গতির খেলা,
বড় অদ্ভুত সেই খেলা।
হেরে যাওয়া মানে জীবন থেকে ছুটি নেওয়া।
হাত ধরে টেনে তোলার মানুষ আজ বড়ই কম।
ঘুম থেকে উঠে, প্রতিদিন অচেনা
পরিবর্তনের সাথে-
নিজেকে মানিয়ে নেওয়ার দুর্বার চেষ্টা।
তবু অজস্র প্রশ্নের সমাধান নিতে,
এক একটা শুক্রবার, ঠিক-
হাঁটি-হাঁটি পা-পা করে চলে আসে।
প্রশ্নই শুধু যোগ হয়।
ব্যর্থ, শ্রান্ত মস্তিষ্ক, কোন উত্তর খুঁজে পায়না।
কোনদিন পাবেওনা।


©সুব্রত ব্রহ্ম
জুলাই ১৩, ২০১২
ঢাকা।