এত উঁচুউঁচু ঘর
এত লোক লস্কর- পাবে ঠিকানা
মেঘেরাও ছুঁয়ে যায়
আকাশ কি হবে তার- কেউ জানেনা।
রাতের তারারা এসে
জানালার পাশ ঘেঁষে- মেলেছে ডানা
মেয়েটি বুঝেছে সে
ভাগ্যের নাগপাশে- কাঁদতে মানা!


দীপাদের সংসার
মেঘে জলে একাকার- নাই উত্তাপ
এখানে ওখানে ফুটো
জোড়াতালি আঁটোসাটো- বৃত্তের পাপ।
রাতের কালোতে মিশে
অশ্রু নেমে আসে- ঝরে টুপটাপ
বৃত্তে জুড়েছে দেশ
খরতাপে অনিমেষ- সব চুপচাপ।


আমাদের যত সুখ
অথবা উজল মুখ- মুখোশে মোড়া
মুখোশে মুখোশে ঘাত
অবোধের প্রাণপাত- ঘাটের মড়া।
সেইতো ছিলাম ভালো
তুলসী তলায় আলো- হারালো কোথায়?
খাঁচার জীবনে এসে
সন্ধ্যার অবকাশে- ভীষণ ভাবায়।


ওরা অথবা দীপা
ভাগ্য করেনি কৃপা- লড়াকু জীবন
কিছু কম কিছু বেশি
দিন শেষে কে বেশি- ছুঁয়েছে মরণ?
মরণের পরে কি
অশুদ্ধ আত্মার- শুনবে কাহন?
বিমূর্ত বিমনা রোগে
বিক্ষত প্রাণে জাগে- আবার দহন।


©সুব্রত ব্রহ্ম
৫ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহ।