প্রেম!
কবে কোন্-
কাঁচের দেয়ালে ছাপা,
এলোমেলো বাতাসের নীরব আর্তনাদ।
এক সন্ধ্যেতে জ্বলে গেলো সব!
পাখির ঠোঁটে হেমন্তের গান আর হলোনা।
যা হলো, তা কবিতা নয়। প্রেম নয়।
কেটে যাওয়া ঘুড়ির সুতোয় উদাস, বাঁধা পরা মন।
মনের কায়ায় কে হাত বুলায়? তৃষিত তিমির আকুলি-বিকুলি |
আমার কবিতা, কবিতার প্রেম, প্রেমের দাবী- অসহ্য দিন, খাচ্ছি 'খাবি'!


©সুব্রত ব্রহ্ম
১৯ নভেম্বর, ২০১৮
ময়মনসিংহ।