সন্ধ্যায় শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টির কোমল আদর,
আমাকে একটু করে ছুঁয়ে ভেজায়,
বিরহের কষ্টের ঘায়ে, অয়েন্ট মেন্টের পরশের মতো।
দিনের ব্যস্ততা শেষে ঘরে ফেরা রিকশায়,
এবড়ো থেবড়ো রাস্তায় এ মোড় ও মোড় ঘুরে।
ভীষন মনে পড়ছে তোমায়,
রিকশার সিটে খালি জায়গায় চোখ রাখি,
তুমি নেই আজ আর আমার পাশে,
কত কথা জমা পড়ে দীর্ঘশ্বাসে।
সবকিছু ফাঁকা হয়ে গেছে জীবনে,
শহরটাও।
নোংরা, রাস্তার চড়াই উৎড়াই, কি যে পিছলে!
ড্রেনের পঁচা গন্ধে নাক চেপে ধরি।
চোখ বন্ধ করি, দেখতেও চাইনা, বিশ্রী লাগে,
বিষন্ন চেহারা চোখে ভাসে।
রিকশা চলে ধীর ক্লান্ত লয়ে,
শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টির কোমল আদরে,
আমি ভিজি একটু একটু করে।
তুমি পাশে থাকলে এতো কিছু চোখে পড়তো না,
সবকিছু কী সুন্দর! শহরটাও, রাস্তা, ড্রেনও!
উচ্ছল প্রাণবন্ত প্রতিটি চেহারা, প্রতিটি মুখ।
বর্ষার নোংরা জলে রংধনু, ড্রেনেও ফোটে সফেদ ফুল!
রিকশার গতিও থাকে রেল গাড়ীর মতো।
রিকশার খালি জায়গাটা আমায় চেপে ধরে, পরম মমতায়।
দু'জনের বিভক্তি বুঝাই যায়না!
কী চমৎকার মধুর! শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টির কোমল আদর!!