কিভাবে ভালো থাকা যায় ! অর্থে অনর্থে
      অকল্যাণের বিষপাপড়ি ছোঁয়া জীবনে
      কত কুসুম কতভাবে অসময়ে ঝ’রে যায়
আমি তো দেখিনি তেমন কোনো সকাল
      ক্ষুধার ক্ষুরে ফালা ফালা লাল জঠরে
      হেসেছে কোনো ফুল পৃথিবীর বাগানে ! ​
এই যে, আপনাকে বলছি, শুনছেন?
      প্রগতির ধুলোয় তাঁর গাল ঢেকে গেছে
      তাঁর কপালে পড়েছে বিষন্ন মেঘের ভাঁজ
একটু ধীরে স্বহৃদয়ে এগিয়ে চলুন
      সময় কিন্তু আপনার থেকে পিছিয়ে নেই…

মাটিতে যে অট্টালিকার ছায়া ধুসর
      সেখানে ম্লান মুখে দাঁড়ানো ঠাই
      টোকাই কিশোর কিসের স্বপ্ন দেখে !
কোথায় পাওয়া যায় একটু ভাতের খোঁজ
      নিয়মমাফিক রান্নার অদৃশ্য সুগন্ধ !
      শুনছেন, এই যে, আপনাকে বলছি?
একটু চোখ নামিয়ে তাকিয়ে দেখুন
      জঠর জ্বালা তাঁর শরীরের মত নয় ক্ষুদ্র…

প্রভাত সূর্যের পেলবিত আলোয়
      ঘুম ভেঙে জেগেছে অগনিত ফুল পাখি
      পথে পথে বেরিয়েছে ​ অসংখ্য হাত পা
খুঁজে চলেছে তাঁরা দুর্নিবার্য ক্ষুধার সীমানা
      এই যে, আপনাকে বলছি, শুনছেন?
      শাঁই শাঁই গাড়ির গতিটা একটু কমিয়ে
গাছের মত দাঁড়িয়ে কিছুটা সময় দেখুন
      তাঁর সুললিত ঘামের কেমন বিষম হাহাকার

এই যে, শুনছেন, আপনাকে বলছি?
      সবুজ কাঁচের রোদ চশমাটা খুলে
      আবারও মেখে নিন রোদের খানিক তাপ
বিদ্যুৎ বেগে মেইল পৌছে যায় ব’লে
      হারিয়েছে কলম কালির চিঠির আবেগ
      তারও চেয়ে ধীর হয়ে আসে ব্যথিত শরীর
মসৃন পিচ রাস্তা কালো কালো চোখে
      দেখে পথশিশুর চুরি যাওয়া ফুলেল শৈশব


________________________
উত্তরা | ঢাকা | বাংলাদেশ