হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অফুরন্ত তোমার  দান,
জল হল অপর জীবন
বায়ু হল প্রাণ।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অপরুপ তোমার সৃষ্টি,
তুমি উত্তাপ দাও রৌদ্র দিয়ে
শীতলতায় বৃষ্টি।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অপরুপ তোমার ঋতুবৈচিত্র
ঋতুরাজ বসন্ত তোমার স্বর্গীয় দান
জুড়ায় সবার নেত্র।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অফুরন্ত তোমার ভালবাসা
মাতা তোমার শ্রেষ্ট দান
শ্রেষ্ট বাংলা ভাষা।

হে বিধাতা
কোন কিছুই হয়না অর্জন
বিনা সাধনায়
রক্ত দিলাম-ভাষা নিলাম
ইতিহাসে গৌরবে স্বমহিমায়।