চাঁদটা কেন আলো ছড়ায়
রাতের আকাশে?
পৃথিবীটা ঘোরে কেন
রবির চারপাশে?
জোনাকিরা মিটি আলো
কোথা হতে পায়?
কেমন করে ওড়ে পাখি
আকাশের গায়?
বৃষ্টি নামে কোথা হতে
ডুবে খাল-বিল,
আকাশটা কোথা হতে
পেলো এত নীল?
মেঘের পরে রোদ ওঠে
রোদের পরে মেঘ,
ঝড়ো হাওয়ার ঝাপটায়
কেন এত বেগ?
গাছে গাছে নানান ফল
ফলে বারোমাস,
হৃদয় হরে আকুল করা
ফুলের সুবাস।
দিনের শেষে রাত হয়
রাতের পর দিন,
চেরাগ হাতে আদেশ করে
কোন সে আলাদিন ?