অবাক একটি মুখ,
দেখে দূর হয় দুখ।
আঁখি ধাঁধান জ্যোতি,
মনকুটিরে জ্বলে বাতি।
নয়ন ভরে সদাই দেখি,
শিশিরসিক্ত সরোজ আঁখি।
নীরব ভাষার শুভ্র হাসি,
নিয়েছে সে আমায় ভাসি।
নিটোল চরণে চটুল চলা,
মধুর কন্ঠে কথা বলা।
প্রাণময় শাশ্বত সুন্দর,
তৃপ্ত করে তৃষিত অন্তর।
সুবিশাল উন্নত ললাট,
ভেঙ্গেছে হৃদয় কপাট।
মন-পটে আঁকা ছবি,
স্বর্গের অমিত্য দেবী।
জুড়ায় তাপিত প্রাণ,
কি যেন মায়ার টান।
নব-অনুরাগে সুবাসিত জুঁই,
চেতন করিছে জাগ্রত নিতুই।