কমলা রোদের ঝলকানিতে,
দাঁড়িয়ে তোমার বেলকনীতে,
চেয়ে আছো কাজল চোখে।
নীল শিহরণ তোমার মুখে।
সাদা ফুলে বাঁধা খোঁপায়,
মনে রঙিন পরশ ছোঁয়ায়।
আলতা-রাঙা লাল চরণ,
কাঁচা হলুদ গায়ের বরণ।
বাসন্তী রঙ শাড়ী পড়ে,
কাছে এসে হাতটি ধরে,
গাছের ছায়ে হলুদ পাতায়,
হেঁটে চলি দূরের গাঁয়।
সবুজ ঘাসে থাকব বসে।
জারুল ফুল পড়বে খসে।