ডানে বায়ে চোখের পলক যতটুকু যায়
দেখি তুমি এক বৃত্ত এক পৃথিবীর
তুমি এক চাঁদ
এক সূর্য
এক রাত্রি
এক দিন
চেতন চিত্রের অনুভূতি;
তুমি ব্যতিরেকে সমগ্র একক মিথ্যে
গাণিতিক ভুল। এই আমি....
আমার অস্তিত্ব তোমাকেই ঘিরে।
একদিন বিস্মৃতির অতলে ছিলেম আমি
আঁধারের পর্দা খুলে দিলে তুমি
ক্রিয়া মূলে তুমি এক মহাকর্ষ দশ-দিক
তুমি আদি
তুমি মধ্য
তুমি অন্ত
অসীমের প্রথম একক তুমি ধ্রুব-
অতঃপর জ্যামিতিক সমাধান
প্রতিবিম্বে তুমি'র ত্বরণ
তুমি ছাড়া সৃষ্টির রহস্য কেবল শূণ্যতা।