ঐ পাখিরা দূরে উড়ে যায়
নিস্তব্ধ পৃথিবী শুধুই অবাক।
পাহাড়
       সাগর
              বন
                  মরু
                     মাঠ
নদী পেরিয়ে পেরিয়ে ......
পাখিরা সুদূরে উড়ে যায়।

বাতাসে ঠিকানা খোঁজে
অরণ্যে ঠিকানা খোঁজে
পাহাড়ে ঠিকানা খোঁজে
মাঠেও ঠিকানা খোঁজে-
কিন্তু কোথায় বা ঠাঁই ?

বাতাসে আগুন চায়
পাহাড়ে নির্ঝর চায়
নদী চায় সাগর সঙ্গম
নারীও চায় মধুচন্দ্রিমা....

তবুও পাখিরা দূরে উড়ে যায়...
বাঁধা বিঘ্ন পশ্চাতে রেখেই।