হে মুহাম্মাদ (সাঃ), হে হৃদয় তন্ত্রীর আলো, ন্যায়ের বাতিঘর।
হে আল্লাহর রাসূল, আপনিই সর্বোত্তম রহমত। সৃষ্টির সেরা মানব।
আদর্শের পথ প্রদর্শক। ঈমান ভিত্তির ’পর মজবুত রাখার মন্ত্রনাকারী।
তোমার চরিত্র শুদ্ধতম.. কৃপায় পূর্ণ ভরা হৃদয়,
ধৈর্য, ভালবাসা এবং অফুরন্ত সানুগ্রহ তুমি
প্রতিটি ক্ষেত্রেই পৃথিবীর প্রতিচ্ছবি সাজিয়েছ।
পথপ্রদর্শক হে মুহাম্মদ, তুমি আকাশের অবিরাম আলো
কষ্টের আঁধারে তুমি সঠিক পথের দিশারী।
শান্তির বাণী বাহক তুমি, হে নবী আলোর পথ দেখিয়েছ।
শান্তির এবং রহমতের বার্তা বাহনে সর্বদা বদলিয়েছ বিশ্ব
এবং এতিম মিসকিনের সহানুভূতি- চিরন্তর ভালবাসা।
হে মুহাম্মাদ, আপনি মুসলিম জাতির সেরা শিক্ষক
আমরা যেন আপনারই শিক্ষায়- শিক্ষা লাভে বেঁচে থাকতে পারি।