ইয়া আহমদ, হে আহমদ (সাঃ) নূরের আলোক
শান্তির দিগন্ত তুমি। ভোরের আলোর মতো স্নিগ্ধ।
এবং তোমার বাণী-প্রতিধ্বনি সত্য, স্থির আর শক্তিশালী।
করুণা আর জ্ঞান সাগরে প্রবাহমান তরী।
তুমি যে কতটা শ্রেষ্ঠ তুমি যে কতটা পূর্ণ জানেন মহান যিনি।
হে আহমদ (সঃ) তুমি আমাদের পথ নির্দেশক।
প্রতিটি বিজয় ছিল অবধারিত। মক্কার উদিত আলো তুমি
রক্ত ঝরিয়ে ঘাম মিশিয়ে প্রতিষ্ঠিত করেছিলে দ্বীন।
এ নামেই ভরসার আলো জ্বলে। অনুগ্রহের এ স্তম্ভ।
তোমার দুয়ারে কেবল মুক্তির পায়রা। বেহেস্তের ঘ্রাণ।
সে এক মহান আল্লাহর সানুগ্রহ। ঈশা (আঃ) দিল আাগমনী বার্তা।
ভালবাসার স্বতুষ্ণ অর্ভ্যথনা পেলেন মেরাজে।
বিশ্বস্ত গাইড কর্মে তুষ্ট তিনি। আত্মার একান্ত মোহ সৌন্দর্যের।
তাঁর নামের মতোই তোমার নামগুলো আঁকা।
সন্মুখ-পশ্চাত পদ সংখ্যায় যেমন সমান সমান।
,