একটি ঝলমলে প্রভাত। মরুর বুকে ফুটন্ত ফুল। মক্কায় জন্ম তোমার। আদর্শ জীবন। মানবতা মিরাকল। সত্যের অনির্বাণ দীপশিখা। ক্ষমা মমতা সমতা। অন্যায়ের বর্জকণ্ঠ। হেরা গুহার ওহীর আলো। মক্কার পাহাড়ে পথে ঘাটে প্রতিচ্ছবি। মদিনার পথে প্রান্তরের পদচারণা। তুমিই জ্বলন্ত একআলোর মশাল।

শৈশবে অনাথ দুঃখ। কৈশরে সত্য সন্ধানী। ন্যায়ের প্রতীক। কখনো আল আমীন। কখনো সাদিক। আল কুরআনের ব্যাখ্যা। তাইফের রক্তাক্ত প্রান্তরে অবিচল তুমি। বদর প্রান্তরে ধৈর্যের প্রতীক। অহুদের দন্দন শহীদ। ক্ষমার দরজা বন্ধ করেছিলে? কখনো না। নবুওয়াতের কঠিন দায়িত্ব। চিন্তার আকাশ। কান্নায় মথিত ইয়া উম্মতি ইয়া উম্মতি।

ইয়া শাহিদ সাঃ, হে সাক্ষী । অন্ধকার পথের দীপশিখা। কর্মে ও চিন্তায় সত্য। মুক্তির সাইরেন। সাক্ষী নিপীড়িত মানুষের কান্না। বিশ্ব প্রেমের অম্লান স্মৃতি। সর্বোত্তম আদর্শ। মানবতার বন্ধু। শান্তির দূত। আমরাও পাল উড়াবো তোমার পথে সত্যের ন্যায়ের এবং এক প্রেমের সাম্পান।