কে তুমি? কী তোমার শক্তি কিংবা পরিচয়? ইয়া কাসিম, হে কাসিম সাঃ।
যেই প্রার্থনায় মিশে আছে আকুতি মিনতি, সেই শব্দই পৌঁছায় আল্লাহর দরবারে।
বসন্ত কি সত্যিই আসে, না কি থাকে ক্যালেন্ডারের পাতায়?
তোমার শান্তির হোদাইবিয়ার সন্ধি হে কাসিম, চিনেছে পৃথিবী-
যে শিশুর চোখে জ্বলজ্বলে আগামী, তার স্বপ্ন কি ভাঙ্গতে পারে?
বিশ্বাসের যদি এত শক্তি থাকে, তবে অবিশ্বাসের দেয়াল এত দৃঢ় কেন?
যদি মমতার স্রোতে দুঃখ ভেসে যায়, তবে চোখের কোণে অশ্রু কেন?
মক্কা থেকে মদিনা হিজরত- তাহাই যুগান্তকারী সিদ্ধান্ত নয় কি?
যে হাত আকাশ ছুঁতে চায়, সে কি মাটির টান ভুলতে পারে?
নাকি আকাশ আর মাটি মিলেই তৈরি হয় সেই আশার সেতু বন্ধন।
যে জীবন পূর্ণতার পাঠদান করে, কাঁটা বিছিয়ে কি নিশ্চিহ্ন করা যায়?
প্রার্থনার সুরে ভরে ওঠা হৃদয় কি কখনো প্রশ্নহীন হতে পারে?
প্রশ্নের শেষের কি উত্তর, নাকি আরেকটি নতুন প্রশ্নের জন্ম?
নাকি প্রশ্নই আমাদের পথচলা দীপশিখা সমাধান?
এই প্রশ্নের ভেতরই লুকিয়ে আছে আমাদের অমোঘ যাত্রা?
ইয়া কাসিম, হে কাসিম। তুমি উত্তর দিয়ে গেছ বহু আগেই—
প্রার্থনা, ধৈর্য আর মহত বিশ্বাসের মধ্যে নিহিত সত্যের পথ।