ইয়া মুতাকাব্বির, হে মহিমান্বিত।
তোমার মহিমা অগাধ অসীম। সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে শান্তির আবহ। অসীম শ্রেষ্ঠত্বের তুমি অপ্রতিদ্বন্দ্বী। তুমি অনন্ত অসীম। করুনা অপার। করুণায় জীবন পায় নতুন রূপ।

তোমার ইশারায় আকাশ-জমিন-পর্বত-সাগর স্থির আর সচল। পৃথিবীর রাজা বাদশাও তোমার দাসমাত্র।  

কোন শক্তি তুল্য নয়। তুমি একক তুমি অনন্য। তোমার মহিমা সৃষ্টির উর্ধ্বে-সবার উর্ধ্বে। চির সর্বশক্তিমান। তুমি দয়ালু। তুমি সকল হৃদয়ে বিরাজমান। অদেখা মহাবিশ্বকে নিখুঁত সাদৃশ্যেও আবদ্ধ কর। নিস্তব্ধতায় প্রাণ নিঃশ্বাস।

ইয়া মুতাকাব্বির, হে গৌরবান্বিত।
তোমার নামের গুণে সুসন্তান লাভ। স্ত্রীকে বশে। স্বপ্নে ভয় দূর। তুমি তো মহান-আমি ক্ষুদ্র। প্রতিটি মূহুর্ত নতশির। তোমার নামে ধ্বনিত হোক সকল প্রশংসা। তোমার গৌরব, চির অম্লান। তোমার দয়ায় চাই শুধু- একটু শান্তি, প্রেম, এবং গুনাহ থেকে মুক্তি স্বাদ।