ইয়া হামিদ। হে প্রশংসকারী রাসূল (সাঃ)। উপহার দাবীদার।
অদেখা বিষ্ময়ে একমাত্র জ্যোতি। আকাশের আয়না।
সোনালী মাঠ আর সবুজ প্রান্তর। সবখানে শান্তির বার্তা।
ক্লান্ত হওনি কখনো। আপনার নাম অসীম আকাশ চুড়া।
মেঘলা কুয়াশায়ও তুমি পান্থপথ চিনতে পারতে।  

স্বপ্ন চেয়েও উদিত নক্ষত্রের মতো। বিশাল আত্মার।
সূর্য, চাঁদ, তারা সবাই প্রশংসায় মত্ত তোমার কৃত কর্মে
যা অতুলনীয়। এত উচ্চ প্রজ্ঞা। বহুদূর প্রসারিত
যা ঐশ্বরিক ধ্যানে আকর। প্রতিটি কর্মেই
শিল্প প্রদর্শিত। তাঁর প্রসংশায় মত্ত। কোমল আত্মার।
সুগভীর কমনীয়। তোমার রঙে রাঙিয়ে দেন তিনি।

তোমার নামের গুণ কির্তন হয় বাতাসে-আকাশে
আল্লাহর প্রসংশার প্রেমে মত্ত অম্লান চির মধুর।
তোমার প্রজ্ঞায় পৃথিবী অন্যরকম রূপ লাভ করে।
ঝঞ্জাট বিহীন এক পবিত্র শান্তির।