তুমি জাহিলী যুগের আলোর পরশ। পথ প্রদর্শক। সত্যের কম্পাস। জ্ঞানের সাগর তুমি। মরু বালুকার একরাশ কান্না। তোমার পায়ের ছাপ। ন্যায়ের চাদরে আঁকা। ক্ষমা আর উদারতা।
ইয়া ফতিহ, হে বিজয়ী। বদর প্রান্তরে ছিলো তোমার দীপ্ত পদচারণা। অহুদের প্রান্তরের সাহসী মিনার। তাবুকের পথে পথে ধৈর্যের ফরাশ। মক্কা বিজয় ক্ষণে তুমি ক্ষমার অস্ত্র। যুদ্ধে সিংহ নেতা। ঐক্যের প্রতীক। বিভাজনের সেতুবন্ধন। তুমিই শেষ নবী, শ্রেষ্ঠ মানব।
ইয়া ফাতিহ হে বিজয়ী নবী। তুমি মানব হৃদয়ে প্রজ্বলিত আলো। ত্যাগের মহিমা। শাশ্বত পথপ্রদর্শক। বিশ্বে প্রেমের পুনর্জন্ম তুমি। একটি নিরবধি বিজয়। তোমার আদর্শে ভরে ওঠে হৃদ বাতিঘর। আমরা তোমার ন্যায়ের পথেই অগ্রসর হে নবী সাঃ।