এক কণা বালু গড়ে মহাদেশ
এক কণা জলেই মহাসাগর।
মরিচ দানাকে ক্ষুদ্র ভেব না কখনো।
জিভে নাও .... টের পাবে বৈকি?
বিন্দু ধূলোয় চোখের জল বহাতে সক্ষম।
আকাশে ঝুলছে অসংখ্য তারা
ভোরের শিশির দেখে নেয় কতটা জ্যামিতি?
চরণ ধুয়েছে দুব্বা অভিবাদন জানাচ্ছে রীতিমত।
নদী যখন সাগরে মেশে.. মোহনা উত্তাল থাকে।