কেউ একজন আমার দিকে তাকিয়ে আকাশে গুলি ছুড়লো
উর্দ্ধোহাত দুটো বীরত্ব যোদ্ধার
অভিবাদন প্রিয়তমা অভিবাদন।
দেশপ্রেমী যথার্থ। আরেক নন্দন।
আমার হাতেতো বন্দুক ছিল না।
ফুলের মালা ছিল না। পাথরও ছিল না।
টবে কতগুলো গোলাপ তাকিয়ে।
আমারও ক্ষেপামী কম নয়।
আমিও গোলাপ ছুড়েই স্বাগত জানালাম।