একটি তীর গাঁথা আছে এ অন্তরে- ঘড়িঘন্টা।
টিকটিক টিকটিক শব্দ বাজে ক্রমাগত-
অস্থির বৃত্তবলয়... প্রকৃতির অন্ধকার।
কোথায় বা শুরু কোথায় যে শেষ
জানতে পেরেছো কী?

কার অপেক্ষায় বেড়াও চারদিক?

নক্ষত্রেরা রাখে কী খবর-
কে আসে কে যায়?

প্রতিনিয়ত ঘড়ির কাঁটায় সুখ-দুঃখের আলিঙ্গন।

যেদিন স্থবির হবে ঘড়ি- তুমি হবে সে কঙ্কাল।