সমরের প্রধান শর্ত কৌশল এবং গোপনীয়তা।
যা বিজয়ে লক্ষ্য অর্জনে সক্ষম।
প্রকাশ পেলেই পদে পদে ক্ষতি-
যুদ্ধের কৌশল প্রতিপক্ষ যদি টের পায়।
পিঁপড়ের মতো বেড়িয়ে এসো না
যতই কঠিন ঐক্য থাকুক না কেন?
চতুর বাঘের শিকারের মতো লুকিয়ে রয়েছ?
শিকার হাতের নাগালে আসবে তোমার।
একটু অংক কষ- নতুবা খেয়াল রেখ
মাকড়সার পেচানো জালের কতটা জৈব যাদু?