দুঃখ কষ্ট জয় করতে লাগে ধৈর্য।
সুখের সংজ্ঞাটা দিতে পেরেছে কী কেউ?
আপেক্ষিক মূল্য বা থাকে কোথায়?
সাপের খোলস দেখা যায়-
বিষের কেমন রং দেখেছো কী?
মেঘের বিদ্যুৎ কোথায় মিলায়?
খুঁজে পেয়েছ কী?
ধূমকেতুও মহাকাশে মিশে যায়।
তুমিও মিলিয়ে যাবে একদিন।
প্রতি পদক্ষেপ তোমার হিসাব।
সে তোমার পাছে পাছে থাকে।
তুমি চলে যাবে যাও-
পৃথিবীর ঋণ শোধ করে যেও।