আকস্মিকভাবে কিছু হারাই যখন- ট্রাজেডির জম্ম নেয়।
দুঃখভোগ নয়। সমুদ্রের নোনা জলের ঘূর্ণন।
থমকে দাঁড়ায় সময়। দূরারোগ্য উপতট।
ধ্বংসযজ্ঞেও দাঁড়িয়ে থাকে মহতি দৃষ্টান্ত।
ঔষধের মতো সুপরিচিত জনের পরিচয় ঘটে।
বদলে যায় সময় ও পরিবেশ।
প্রকৃতির উপর কারো হাত আছে কী?
ঘূর্ণিঝড়ের উপর বিশেজ্ঞদের মত কী?
করণীয়তা ও দৃষ্টিভঙ্গি-
ভালবাসা- উদারতার চরম শেখা।