ক্ষুদ্র দিন ক্ষুদ্র রাত
জীবন যে তার চেয়ে ক্ষুদ্র অতিশয়।
রাত পোহালেই দিন আসে
দিন ফুরলেই রাত আসে
রাতকে যেমনি অতিক্রম করে আলো
দিনকে তেমনি অতিক্রম করে অন্ধকার...
এভাবে যাওয়া আর আসার ঘুর্ণন পরিক্রম।
দিন চলে যায়
রাত চলে যায়
বৈপিরত্য সূত্রের নিরীখে
পৃথিবীর আদি হতে অনন্তর গতিময়।
কিন্তু জীবন একবার চলে গেলে
আর কখনো ফিরে না।