রাতের নিয়ন আকাশের ছবি। অলোরা নিয়ত জাগে।
বিদ্যুৎ ঝলমলে আহ্বান। তাকিায়ে বিলবোর্ড।
কতটা পাগল ভ্রমণ বিলাসী? আত্মভুলে।
দেখো নীল সবুজের রঙ বেরঙ। জাগে অন্তরঙ্গ কোলাহল।

নদীর ঘূর্ণয়মান নীরব বন্যা-স্রোত বয়। যেন এ এক বিভাগী জনতার ঢেউ
ক্ষুর্ধাত্ব আত্মাদের প্রতিটি গল্প থাকে। হৃদয়ে ছড়ায় অনুকম্প।
স্বপ্নেরা আহত হয়। বাতাস গুঞ্জনে। পাওয়া না পাওয়ার দ্যোতনায়।
অতঃপর কিছু পদশব্দ এঁকে দেয় কংক্রিট ভুমির ‘পর।

বিরতিহীন শহর। হাসি আর উচ্ছ্বল রং-বেরং। গরু-শিং।
ঝলমলে প্রান্তর। শৃংঙ্খলে মোড়ানো বিশ্ব নাড়ি।
এই টাইমস স্কোয়ার। প্রতিটি মুহূর্ত সাংঘর্ষিক। জলে দোলা চাঁদ।
নিউ ইয়র্ক! যার হৃদস্পন্দন লুকিয়ে রাখতে পারবে কি?