ইদানিং শোভাযাত্রা বড্ড বেমানান। একবারে
নিরর্থক এলোমেলো। বয়সের রোজনামচায় হিসেব কষি
দিগন্তের পাড়ে দৃষ্টির শেষবিন্দু
অতঃপর...............
আমাদের মানচিত্র একদিন চর্যাপদ থেকে উঠে আসে
নান্দনিক বোধ;
রঙ-তুলি বিন্যাসে আকাঁড়া চিহ্ন শিলালিপি
অণু ও পরমানু ক্রম...........
তাত্ত্বিক বোদ্ধার রক্তে এনে দেয় ভাষাজ্ঞান
জাতি ভেদাভেদ বারুদ ঝংকার
নড়েচড়ে ওঠে ভিত দুর্বার দুর্জয় অধিকারে।

দিনলিপি গুণে গুণে আকাশের তারায় যে নাম লিখি
ত্রিমাত্রিক সীমা জুড়ে ব্রাকেট আল্পনা পর্ব
রোমহর্ষক উপাখ্যান বিষাদ-সিন্ধুর
রক্তের প্লাবনে পলি জমে ওম্
একটু নীচে উপাংশু ফসিল.......

অতঃপর ...........
অতঃপর ...........
প্রতিদিন সূত্র শিখি বয়ন বাবুই
চর্তুমূখী খেলা করে শাদা শাদা জ্যামিতিক আলো
উন্মাতাল দৃষ্টি রাখি শূণ্যে শূণ্যে............
স্মৃতিস্তম্ভে মিশে আছে শোকের আগুন।