নদীর দু’তীর.....বহমান স্রোতধারা
এক পাড়ে শহর সমাজ আলো আঁধারে অতুষ্ট    
শাসক গোষ্ঠির আধিপত্য বিস্তার, হিংসা বিদ্বেষ
সার্বভৌমত্বের টানাটানি গ্লানি।  

নদীর ওপাড়ে অবস্থানঃ আলোকজ্জ্বল পরশ
কতেক ঘুটঘুটে অন্ধকার তবু চিরস্থায়ী
ন্যায় নীতির যৌক্তিক পরিতোষে আঁটা।
  
এপাড়ের রীতিনীতি ক্ষণস্থায়ী আদর্শে লালিত স্বপ্ন
ওপাড়ের মোহবিষ্ঠ স্থায়ী পরিকল্পিত সকাল।

আমি বোধের সাগরে সাঁতার কেঁটেই ক্লান্ত
সপ্তক ও অষ্টকের মারপেচে আটকে যাই  
আঁধারে এপাড়ে খুঁজি ওপাড়ের আলোক ঝর্ণাধারা।

ওহ! প্রিয়... সুন্দরে হাতছানি দেয় প্রতিটি সময়।  
তুমি বললে- “এসো তোমার কবরে”।