প্রথম যখন শুরু করে নির্দিষ্ট লক্ষ্যের
জনক তিনিই কিন্তু গন্তব্যে পৌঁছায় অন্যজন।

তোমাদের জনক মানো নূহ আঃ
নূহের জনক আদম আঃ
আদম সৃষ্টি কারিগরের রহস্য নয় কী?

মেঘের পতনে বৃষ্টি, মেঘের ঘর্ষে বিজলী
হিমালয়ের তুষার পতনেই গঙ্গা
সমুদ্রের সৃষ্টির রহস্য নয় কী?

এ ভূ-মন্ডলের সকল সৃষ্টির মহাশিল্পী তিনি
তার মহাদানের সকল উপহার নয় কী?